বুধবার থেকে বন্ধ হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সাময়িকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১৬ মার্চ) মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।
সচিব জাগো নিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ১৭ মার্চ সাধারণ ছুটি হওয়ায় ১৮ মার্চ থেকে বন্ধ কার্যকর হবে।
তিনি বলেন, আমাদের সন্তানদের সুস্থ রাখাটাই প্রধান দায়িত্ব। তারা সুস্থ থাকলে আমাদের প্রতিষ্ঠান চলবে। করোনাভাইরাস থেকে খুদে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে সাময়িকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
সাময়িকভাবে কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বর্তমান করোনাভাইরাস আতঙ্ক স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন সচিব আকরাম আল হোসেন। তিনি বলেন, উল্লেখিত সময়ের পর আবারো আগের মতো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে ও স্বাভাবিকভাবে ক্লাস-পরীক্ষা শুরু করা হবে।
দুপুরের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন সচিব আকরাম আল হোসেন।
এমএইচএম/এসআর/এমএস