স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১০ অক্টোবর ২০১৫

আজ শনিবার স্তন ক্যানসার সচেতনতা দিবস। ২০১৩ সাল থেকে সম্মিলিতভাবে প্রতি বছর ১০ অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও স্তন ক্যানসার সচেতনতা ফোরাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবি, মাতৃ-শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিভাগসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে ‘দেশের স্তন ক্যানসার পরিস্থিতি ও করণীয়’ বিষয় সম্পর্কে অক্টোবর মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা ফোরামের গৃহীত বিস্তারিত কার্যক্রম তুলে ধরবেন ফোরামের সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার।

এতে উপস্থিত আরো থাকবেন ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোশাররফ হোসেন, ক্যানসার সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সারওয়ার আলম, গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. আশ্রাফুন্নেসা, মাতুয়াইলের মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের পরিচালক অধ্যাপক সারিয়া তাসনিম প্রমুখ।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।