জাতীয়করণের অপেক্ষায় আরও তিনটি বেসরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০২ মার্চ ২০২০

সরকারি তথা জাতীয়করণের অপেক্ষায় রয়েছে তিন জেলার আরও তিনটি বেসরকারি কলেজকে। দু’টি কলেজ সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মতামত চাওয়া হয়েছে। অপরটি সরকারিকরণের জন্য জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয়করণ প্রক্রিয়া শুরু হওয়া কলেজগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ কলেজ, ঝিনাইদহের শৈলকুপার বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।

জানা গেছে, বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এবং হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের বিষয়ে দুই জেলা প্রশাসকের মতামত চাওয়া হয়েছে। গত ২৫ ও ২৭ ডিসেম্বর ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি পাঠিয়ে কলেজ দু’টির বিষয়ে মতামত দিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। দুই জেলার সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা, জেলার কলেজগুলোর মধ্যে এ দুই কলেজের অবস্থান, দূরত্ব, নিজস্ব জমির পরিমাণ, শিক্ষার্থী সংখ্যা, কলেজ ভবনের অবস্থা ও কলেজ দু’টি সরকারিকরণের যৌক্তিকতা উল্লেখ করে মতামত দিতে চিঠিতে বলা হয়েছে। কলেজ দু’টি সরকারিকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মতামত চেয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ১২ ও ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছিল।

আরও জানা গেছে, সলিমগঞ্জ কলেজ সরকারিকরণের সুপারিশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। সে সংক্রান্ত প্রতিবেদন গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ১৪ নভেম্বর কলেজটি সরকারিকরণের বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। গত ১৯ জানুয়ারি কলেজটি সরকারিকরণের সুপারিশসহ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক।

এমএইচএম/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।