ফেসবুক পেজে ৫০ লাখ লাইকের মাইলফলক রবির
রবি ফেসবুক পেজ ‘রবিফ্যানজ’ ৫০ লাখ লাইকের মাইলফলক ছুঁয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন অপারেটরটি বেশ কয়েক বছর ধরে অনলাইনে নিজ কোম্পানিকে উপস্থাপন করে চলেছে। ক্রমবর্ধমান অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজারদের অংশগ্রহণে ‘রবিফ্যানজ’ পেজটি একটি শক্তিশালী ডিজিটাল উইনডোতে পরিণত হয়েছে। যার মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাচ্ছে রবি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ৫০ লাখ ফ্যানের মাইলফলক ছোঁয়া উপলক্ষ্য রবি তার ফ্যানদের জন্য পাঁচটি আকর্ষণীয় অফার চালু করেছে। ফ্যান হতে বা ডিজিটাল স্পেসে রবিকে ফলো করার জন্য যে কেউ www.facebook.com/RobiFanz সাইটটি ভিজিট করতে পারেন।
২০১১ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছে রবি’র ফেসবুক পেজটি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক সোশ্যাল বেকারস ডটকম রবি’র ফেসবুক পেজটিকে বিশ্বের নাম্বার ওয়ান সোশ্যালি ডিভোটেড টেলিকম ব্র্যান্ড ২০১৪ হিসাবে স্বীকৃতি দিয়েছে।
ব্র্যান্ড পেজগুলোর মধ্যে ফ্যান বৃদ্ধির সংখ্যা অনুযায়ী দেশের অন্যতম ফেসবুক পেজ হচ্ছে ‘রবিফ্যানজ’। গত নয় মাসে পেজটিতে ২ দশমিক ৬ মিলিয়ন ফ্যান যোগ হয়েছে। রবি ফেসবুক পেজের বেশির ভাগ ফ্যানই তরুণ (১৮ থেকে ৩৫ বছরের মধ্যে)। রবিফ্যানজ পেজটি ইন্টারনেট-বান্ধব তরুণ গ্রাহকদের কাছে কোম্পানির খবরাখবর পৌঁছে দিতে অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
আরএম/জেডএইচ/আরআইপি