প্রাথমিকে ২৪ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

প্রাথমিক সমাপনীর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফল পরিবর্তন হয়েছে ২৪ হাজার শিক্ষার্থীর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ বিকেল ৩টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশের কথা রয়েছে।

২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল গত ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়। ফলাফলে অসন্তুষ্টরা গত ১৫ জানুয়ারির মধ্যে ফল পুনঃনিরীক্ষার আবেদন করে।

জানা গেছে, সারাদেশ থেকে প্রায় এক লাখ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষার জন্য আবেদন করে। তাদের মধ্যে ২৪ হাজার জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী ছিল।

পুনঃনিরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।