পিএসসিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ উপলক্ষে বৃহস্পতিবার পিএসসিতে ‘ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাদিক বলেন, ভাষা আন্দোলন আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নন, তিনি ভাষা আন্দোলনের ঊষালগ্নের মহানায়ক। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সততা ও স্বচ্ছতার সঙ্গে
নিজ দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পিএসসির সচিব মো. মোস্তাফিজুর রহমান আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কমিশনের সদস্যসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এমএইচএম/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।