সৌদি প্রিন্স নওয়াফ আর নেই


প্রকাশিত: ০৮:০৪ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের সাবেক অর্থমন্ত্রী ও প্রিন্স নওয়াফ বিন আব্দুল আজিজ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর সৌদি গেজেটের।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ইশার নামাযের পর সৌদি গ্রান্ড মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মক্কায় তাকে দাফন করা হবে।

প্রিন্স নওয়াফ ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। সৌদি বাদশাহ আব্দুল আজিজের ২২ তম ছেলে ছিলেন তিনি। মৃত্যুকালে পাঁচ সন্তান রেখে রেখে গেছেন নওয়াফ।

১৯৬১ সালে তাকে দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌদি গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।