ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় মামলা


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর গুলশানে সিসারে তাভেল্লা নামের ইতালিয়ান নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার সকালে সিসারে তাভেল্লার সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাব্বির রহমান। মামলার এজাহারে কয়েকজন দুর্বৃত্তকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

গুলশান থানার ডিউটি অফিসার গিয়াসউদ্দিন জানিয়েছেন, মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে উপ-পরিদর্শক (এসআই) সাব্বির রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে সোমবার রাতে গুলশানে কূটনীতিক পাড়ায় সিসারে তাভেল্লা নামে ওই ইতালীয়ান নাগরিককে গুলি করে হত্যা করে ৩ জন দুর্বৃত্ত। পরে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

# ইতালিয়ান নাগরিক হত্যা : আইএসের দায় স্বীকার
# দেশে যে নিরাপত্তা নেই সিসারে হত্যাকাণ্ড তারই প্রমাণ
## ইতালিয়ান নাগরিক হত্যা : হামলায় অংশ নেয় তিন যুবক
## আগে থেকেই অনুসরণ করা হয় ওই বিদেশিকে
## ইতালিয়ান নাগরিক হত্যা : সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে ডিবি

এআর/জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।