শিক্ষামন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের অনশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে আমরণ অনশন স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারত থেকে টেলিফোনে শিক্ষকদের সঙ্গে মন্ত্রী কথা বললে অনশন কর্মসূচি থেকে সরে আসেন তারা।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষক কর্মচারীদের চলমান অন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষকদের সঙ্গে কথা বলে আন্দোলন স্থগিতের আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

এ বিষয়ে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে সংগঠনের সভাপতির সঙ্গে কথা হয়েছে। আমরা মন্ত্রীর সম্মানে শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে ২০ অক্টোবরের আগ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ২০ অক্টোবর শিক্ষামন্ত্রী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। মন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে আন্দোলন স্থগিত করা হবে। আর যদি তা না হয় তবে ২১ অক্টোবর থেকে আবারও আমরণ অনশনে বসবেন শিক্ষক-কর্মচারীরা।

এমএইচএম/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।