আদালতে হ্যাপির জবানবন্দি


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রীর হাতে নির্যাতনের সম্পূর্ণ জবানবন্দি আদালতে দিয়েছে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেন।

মেট্রোপলিট্টন মেজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে সোমবার হ্যাপি নির্যাতনের ঘটনা সবিস্তারে বর্ণনা দেয়। বেলা ৩টা থেকে প্রায় এক ঘণ্টা  বিচারক তার জবানবন্দি গ্রহণ করেন।

গত ৬ সেপ্টেম্বর শাহাদাত বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মিরপুর থানায় একটি জিডি করেন। এরপর একইদিন রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে হ্যাপিকে উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে যায় পুলিশ।

মিরপুর থানায় হ্যাপি অভিযোগ করেন শাহাদাত এবং তার স্ত্রী হ্যাপির উপর নির্যাতন চালাতেন। একই সঙ্গে খোন্দকার মোজাম্মেল নামে স্থানীয় এক ব্যক্তি শিশু নির্যাতনের দায়ে শাহাদাতের নামে মামলা দায়ের করেন। এরপর থেকে স্ত্রীসহ পলাতক রয়েছেন ক্রিকেটার শাহাদাত। তবে পুলিশ এখনও খুঁজে বের করতে পারেনি তাকে ।

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।