সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে ভাষা উৎসব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের জেভিয়ারিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (এক্সইএলসি) ভাষা উৎসবের (ল্যাঙ্গুয়েজ কার্নিভাল) আয়োজন করেছে। আগামী শুক্র ও শনিবার (৬-৭ সেপ্টেম্বর) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ভাষা উৎসব অনুষ্ঠিত হবে।

‘নারী সমাজের উন্নয়ন ছাড়া সমাজ ও দেশের কল্যাণ সম্ভব নয়’ -এ অনুভব ও উপলব্ধি থেকেই এবারের ভাষা উৎসবের থিম ধরা হয়েছে ‘ফেমিনিজম।’

আয়োজকরা জানান, মোট ২০টি ইভেন্টে শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ ভাষা উৎসবে অংশ নেবে। মোট পাঁচ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এ ভাষা উৎসব বা ল্যাঙ্গুয়েজ কার্নিভ্যাল।

প্রথম থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীরা ‘এ’ গ্রুপে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘বি’ গ্রুপে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘সি’ গ্রুপে, নবম থেকে দশম শ্রেণি পর্যস্ত ‘ডি’ গ্রুপে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ‘ই’ গ্রুপে বিভক্ত হয়ে এ ল্যাঙ্গুয়েজ কার্নিভ্যালে অংশ নেবেন।

আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।