ঢাবিতে আইবিএ ভর্তির সুযোগ একবার : মানববন্ধনের ঘোষণা


প্রকাশিত: ১০:১৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে এবার থেকে আইবিএ ভর্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ নেই বলে ইনস্টিটিউট সূত্রে জানা গেছে। অন্যান্য ইউনিটের মতো নতুন সেশন থেকেও একবারই আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় কেবল ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তির আবেদন করতে পারবে। আর অনলাইনে ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম জিপিএ চতুর্থ বিষয়সহ সাড়ে সাত (৭.৫) থাকতে হবে। এছাড়াও ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল উর্ত্তীণ শিক্ষার্থীদের নূন্যতম যোগ্যতা ৪-বি ও ৩-সি গ্রেড বিবেচিত হবে।

আগামী ৪ অক্টোবর রোববার সকাল ১০টা থেকে ৪ নভেম্বর বুধবার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। ভর্তি আবেদন ফি ৮৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

ভর্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ না থাকায় সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নিয়মের ফলে ২০১৪ সালে বা এর আগে যারা এইচএসসি পাস করেছেন তারা আর আইবিএতে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারবেন না। যদিও এর আগে এ ধরনের কোনো নিয়ম ছিল না। যেকোনো শিক্ষাবর্ষে এইচএসসি উত্তীর্ণরা আইবিএতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতেন।
 
এদিকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের করার ঘোষণা দিয়েছেন আইবিএ ভর্তিচ্ছুরা।

এমএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।