ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করুন : হাছান


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি এবং কর্তৃপক্ষের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ‘ব্যবসায়িক মনেবৃত্তি’ পরিহার করে শিক্ষানুরাগী মনোভাব পোষণ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। জাতীয় গণতান্ত্রিক লীগ ওই সভার আয়োজন করে।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’-এ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, দেশের পরিমণ্ডল ছাড়িয়ে বিশ্ব প্রেক্ষাপটে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় শেখ হাসিনার অবদানকে স্বীকৃতি দিতেই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছেন।

সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার নেতৃত্বে বাংলাদেশ এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে।

সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশারফ, ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।