ফৌজদারহাট ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৭ জুলাই ২০১৯

ফৌজদারহাট ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সবাই জিপিএ-৫ পেয়েছে।

বুধবার কলেজটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় ঐতিহ্যবাহী ফৌজদারহাট ক্যাডেট কলেজ কৃতিত্বপূর্ণ ফলাফলের গৌরব অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের ৪৮ জন ক্যাডেট ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সবাই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। কলেজ অধ্যক্ষ নাজমুল হক সিকদার, উপাধ্যক্ষ, কলেজ অ্যাডজুটেন্ট, মেডিক্যাল অফিসার ও শিক্ষক-শিক্ষিকার নিবিড় তত্ত্বাবধানে এবং ক্যাডেটদের কঠোর অনুশীলনের মাধ্যমে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে এই ক্যাডেটরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এইউএ/এমএসএইচ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।