এক নজরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৭ জুলাই ২০১৯

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করেন।

বোর্ড

পাসের হার

জিপিএ-৫

ঢাকা

৭৩.০৯%

১৮,১৮৭

রাজশাহী

৭৬.৩৮%

৬,৭২৯

কুমিল্লা

৭৭.৭৮%

২,৩৭৫

যশোর

৭৫.৬৫%

৫,৩১২

চট্টগ্রাম

৬২.১৯%

২,৮৬০

বরিশাল

৭০.৬৫%

১,২০১

সিলেট

৬৭.০৫%

১,০৯৪

দিনাজপুর

৭১.৭৮%

৪,০৪৯

৮ বোর্ডে

৭১.৮৫%

 জিপিএ ৫-৪১,৮০৭

মাদরাসা বোর্ড

৮৮.৫৬%

২,২৪৩

কারিগরি বোর্ড

৮২.৬২%

৩,২৩৬

ডিআইবিএস (ঢাকা বোর্ড)

৬০%

-

 

গড় পাস-৭৩.৯৩%

মোট জিপিএ ৫-৪৭,২৮৬

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসিতে (ভোকেশনাল) গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

আরএমএম/এমএসএইচ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।