ফেল বেশি মানবিকে, ব্যবসায় শিক্ষায় সর্বনিম্ন এ-প্লাস
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০২ পিএম, ১৭ জুলাই ২০১৯
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানবিক, ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিভাগে পাসের হার ৬৫ দশমিক শূন্য ৯ ভাগ, যা অন্য দুই বিভাগের চেয়ে কম।
এইচএসসির ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক তথ্য যাচাই করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৮৫ দশমিক ৫৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ১৯২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৯৯০টি জিপিএ-৫ সহ পাস করেছে ৭৩ দশমিক ৫১ ভাগ।
তবে সবচেয়ে কম পাস করেছে মানবিক ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিভাগে। এই বিভাগে ৫ লাখ ৯৮ হাজার ২৯৪ জনের মধ্যে ৩ লাখ ৮৯ হাজার ৪২১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৬২৫ জন শিক্ষার্থী। মানবিক বিভাগের কম পাসের হারের কারণেই গড় পাসের হার কমে গেছে বলে জানিয়েছে বোর্ড।
এ বছর ১০ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৭ দশমিক ২৯ শতাংশ বেশি। জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের চেয়ে ১৮ হাজার ৩২৪টি বেড়ে হয়েছে ৪৭ হাজার ৫৮৬টি।
বুধবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন। এছাড়া মাদরাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়। এবার পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ হলো।
এআর/এমএসএইচ/এমকেএইচ