গৃহশ্রমিক নির্যাতনের বিচার হয় না


প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

গত দশ বছরে গৃহশ্রমিকদের নির্যাতনের মামলায় বিচারের কোন নমুনা নেই বলে জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। সরকারের নিজ দায়িত্বে এই মামলাগুলো পরিচালনার দাবি তুলেছে সংগঠনটি।

নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলছেন, যেহেতু নির্যাতিতরা সমাজের দুর্বল শ্রেণির। তাই অর্থের অভাবে তাদের পক্ষে মামলাগুলো পরিচালনা করা সম্ভব হয় না।

অনেক ক্ষেত্রেই বিষয়গুলোতে আপোষ হয়ে যায় অথবা মামলা চাপা পড়ে যায় বলে জানিয়েছেন তিনি। তার মতে মামলাগুলো সাক্ষ্য নির্ভর না হয়ে আলামত নির্ভর হওয়া উচিত।

কেননা ফৌজদারি আইনের মামলায় সাক্ষ্য দেয়ার বিষয়টি প্রাধান্য পায় কিন্তু দরিদ্র গৃহশ্রমিকেরা অনেক ক্ষেত্রে সাক্ষ্য দিতে বারবার আদালতে যেতে পারে না।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠার পর গৃহকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষার জন্যে একটি আলাদা আইন প্রণয়নের দাবি উঠেছে।

সুলতান উদ্দিন আহম্মদ বলেন, গৃহশ্রমিকরা তার পরিবারের থেকে বিচ্ছিন্নভাবে আর একটি পরিবারের চার দেয়ালের মধ্যে থাকে। তাদের নির্যাতনের বিষয়টি অনেক সময় জানাই যায় না।

বাংলাদেশে গৃহশ্রম এখনো শ্রম আইনের আওতায় নেই। তাই কর্মপরিবেশ নিয়ে কোন ধরনের খোঁজ খবর রাখার কেউ নেই বলে জানান তিনি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।