স্কুলে এক শিফট চালুর উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১১ জুন ২০১৯
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘সরকারি প্রাথমিক স্কুলগুলোতে পর্যাপ্ত ক্লাসরুম না থাকার কারণে এখন দুই শিফটে ক্লাস নেয়া হয়। সরকার স্কুলগুলোতে পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করে এক শিফট চালুর উদ্যোগ নিয়েছে।’

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এনামুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সরকারি দলের অপর সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ অনুযায়ী- ইতোমধ্যে সারাদেশে পদোন্নতিযোগ্য সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ার সঙ্গে প্রক্রিয়াটি চলমান।

এইচএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।