ফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রামে জিপিএ-৫ পেল ৪২ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০১ জুন ২০১৯

২০১৮-১৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে আরও ৪২ জন। ফলাফল পরিবর্তন হয়েছে ৪৯২ জনের।

শনিবার সকালে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

তিনি জানান, ফল পুনঃনিরীক্ষণের পর মোট ৪৯২ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের। ফেল থেকে পাস করেছে ৮০ জন। নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। এছাড়া পুনঃনিরীক্ষণের পর ফল পরিবর্তন হলেও পাশ করতে পারেনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১৪ জন।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ মে একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৯৩ জন। ফল পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৩৫ জনে দাঁড়ালো।

আবু আজাদ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।