মেয়র মান্নানের জামিন আপিলেও বহাল


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

সাময়িক বরখাস্ত হওয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রফেসর এম এ মান্নানের গাড়ি পোড়ানোর এক মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত জানুয়ারি মাসে ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে জয়দেবপুর থানা পুলিশ একটি মামলা করে। সেই মামলায় এমএ মান্নান হাইকোর্ট থেকে জামিন নেন। হাইকোর্টের সেই জামিন আদেশ বহাল রেখেছেন আপলি বিভাগ।

রোববার মান্নানের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট হানিফ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

এফএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।