ইউজিসির নতুন চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২২ মে ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী শহীদুল্লাহকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্ত্রণালয়ের উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহকে চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

ইউজিসি চেয়ারম্যান পদে অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ গত ৭ মে শেষ হয়। এরপর থেকে কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন

এমএইচএম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।