আজকের সাধারণ জ্ঞান : ০৫ সেপ্টেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : ‘The Ugly Asian’ বইটি কে লিখেছেন?
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ।
২. প্রশ্ন : যা নিবারণ করা যায় না-
উত্তর : অনিবার্য।
৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
উত্তর : মেঘনাদবধ।
৪. প্রশ্ন : বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
উত্তর : কথোপকথন।
৫. প্রশ্ন : ‘Give me blood and I promise you freedom’- উক্তিটি কার?
উত্তর : নেতাজী সুভাষচন্দ্র বসু।
৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম আদম শুমারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে।
৭. প্রশ্ন : সর্বাধিক ঘন বসতিপূর্ণ দেশের নাম কি?
উত্তর : বাংলাদেশ।
৮. প্রশ্ন : চট্টগ্রামের পুরাতন নাম কি ছিল?
উত্তর : ইসলামাবাদ।
৯. প্রশ্ন : Judas (জুড্যাস) শব্দের অর্থ কি?
উত্তর : বিশ্বাসঘাতক ব্যক্তি।
১০. প্রশ্ন : ‘Red Handed’ মানে কি?
উত্তর : হাতেনাতে ধরা।
১১. প্রশ্ন : Meaning of ‘Hang about’?
উত্তর : Loiter about.
১২. প্রশ্ন : লিলি ফুলের দেশ কোনটি?
উত্তর : কানাডা।
১৩. প্রশ্ন : ‘মুসলিম এইড’ কোন দেশভিত্তিক দাতাসংস্থা?
উত্তর : ব্রিটেন।
১৪ প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর : গ্রান্ড খাল।
১৫. প্রশ্ন : সবচেয়ে বেশি আর্থ মেটাল উৎপাদন করে কোন দেশ?
উত্তর : চীন।
১৬. প্রশ্ন : বজ্রপাতের দেশ কোনটি?
উত্তর : ভুটান।
১৭. প্রশ্ন : যদি ক=৮খ + ২২ হয় এবং খ যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে ক কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়?
উত্তর : ৭।
১৮. প্রশ্ন : কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জ্যা এর অর্ধেক হতে ২ সেমি কম। বৃত্তের ব্যাসার্ধ ১০ সে মি হলে, জ্যা এর দৈর্ঘ্য কত সেমি?
উত্তর : ১৬।
১৯. প্রশ্ন : ধুতরায় কী উপাদান আছে?
উত্তর : ডেটুরিন।
২০. প্রশ্ন : NAEM এর পূর্ণরূপ কী?
উত্তর : National Academy for Educational Management.
# আজকের সাধারণ জ্ঞান : ০৩ সেপ্টেম্বর ২০১৫
এসইউ/এমএস