বেসরকারি শিক্ষকদের এপ্রিলের বেতন ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়। শিক্ষকরা আগামী ৯ মে পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (প্রশাসন) মো. রুহুল মমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার অর্থ নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়েছে। আটটি চেকের মাধ্যমে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়েছে। স্কুল-কলেজ শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের জন্য ১০ শতাংশ টাকা চাঁদাবাবদ কেটে রাখা হয়েছে। আগামী ৯ মে’র মধ্যে এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করতেও বলা হয়েছে।

এদিকে, বেতনের ১০ শতাংশ কর্তনের প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তারা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন দফতরে স্মারকলিপি জমা দিয়েছেন। এ বিষয়টির সমাধানে মঙ্গলবার শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অধিদফতরের তিন কর্মকর্তা।

এ বিষয়ে একটি কমিটি গঠন করে শিক্ষকদের অসন্তোষ দূর করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এমএইচএম/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।