শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ দেয়া হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হবে। সরকার বর্তমানে বাজেটের প্রায় ১১ দশমিক ৪১ শতাংশ এবং জিডিপির দুই দশমিক দুই শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের পরিমাণ জিডিপির চার শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের আয়োজনে ‘আগামী বাজেট ও শিক্ষা খাত : আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে। শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে সরকার আন্তরিক। চলতি অর্থবছরে সরকার অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে এরপরও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে সরকার। বর্তমানে বাজেটের প্রায় ১১ দশমিক ৪১ শতাংশ এবং জিডিপির দুই দশমিক দুই শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের পরিমাণ জিডিপির চার শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সেমিনারের মাধ্যমে উত্থাপিত যৌক্তিক দাবীগুলো আগামী বাজেটে বিবেচনা করা হবে। সরকার মিড ডে মিল দেশের সব স্কুলে চালুর চিন্তা করছে। পুষ্টির সঙ্গে মেধার যোগসূত্র রয়েছে। শিশুর পুষ্টিহীনতা দূর করতে কাজ করা হচ্ছে বলেও জানান দীপু মনি।

রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা কোনো পণ্য নয়। শিক্ষা নিয়ে বাণিজ্য কাম্য নয়। শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বাজেটের যথাযথ ব্যবহার মনিটরিং করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এমএইচএম/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।