দিনাজপুরে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান ধর্মঘট


প্রকাশিত: ১০:৩৪ এএম, ৩০ আগস্ট ২০১৫

ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে দিনাজপুর মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।  

দিনাজপুর ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ রাশেদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. আশফাকুর রহমান তুষার, সাংগঠনিক সম্পাদক ডা. তানিম ইসলামসহ ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

অবস্থান ধর্মঘট চলাকালীন সময়ে বক্তারা বলেন, দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইন্টার্ন চিকিৎসককে ১৪-১৫ ঘণ্টা করে ডিউটি করতে হয়। অথচ নিদারুন পরিতাপের বিষয় যে, ঘাম ঝরানো পরিশ্রমের ন্যায্য সম্মানি থেকে ইন্টার্ন চিকিৎসকরা বঞ্চিত।

বক্তারা আরো বলেন, আমাদের এ আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং রোগীদের যাতে কোনরূপ ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা সম্পূর্ণ সজাগ রয়েছি। কিন্তু আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে যদি ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহিত না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন করতে বাধ্য হব। এমতাবস্থায় পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমাদের সম্মানজনক ভাতা বৃদ্ধিতে আশু হস্তক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

এমদাদুল হক মিলন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।