স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

জাতীয়করণের দাবিতে আবারও সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু কল্যাণ ভবনের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয়করণের দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত জেলায় জেলায় শিক্ষক সমাবেশ শেষে ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হবে। সেখান থেকে ওইদিনই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে।

জাতীয়করণ ছাড়াও এ সময় আরও ৬ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, পূর্বের মতো সব শিক্ষককে বহাল রাখা, প্রাইমারির মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা, এইচএসসি (সমমান) শিক্ষকদের ২০১৮ নীতিমালায় অন্তর্ভুক্ত করে দুইজন আলিম শিক্ষকের মধ্যে একজন এইচএসসি (সমমান) শিক্ষক অন্তর্ভুক্ত, প্রাইমারির মতো অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের পিটিআইয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা এবং প্রাইমারির মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহে আসবাবপত্রসহ ভবন নির্মাণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।