ছয় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রাথমিক শিক্ষা অধিদফতরে দায়িত্বরত ছয় কর্মকর্তাকে চলতি দায়িত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইসরাতের স্বাক্ষরিত একটি পরিপত্রে এ নির্দেশা জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চলতি দায়িত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেয়া হয়েছে। এদের মধ্যে বগুড়ায় বেগম তাহমিনা খাতুন, নরসিংদীতে বেগম নাসরিন আকতার, লালমনিরহাটে জাহাঙ্গীর আলম, মৌলভীবাজারে বেগম মালেকা পারভীন, মাদারীপুরে তবিবুর রহমান ও মানিকগঞ্জে বেগম নিলুফা রহমানকে পদায়ন করা হয়েছে।

এদের মধ্যে চারজন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুইজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদফতরে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তাদেরকে উল্লেখিত ছয় জেলার দায়িত্বে বসানো হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, চলতি দায়িত্ব প্রদানকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না। এসব পদের বিপরীতে পিএসসি (বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন) কর্তৃক সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ বা পদায়ন হলে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্ব-পদে ফেরত যাবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগদান করতেও বলা হয়েছে।

এমএইচএম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।