ইবিতে ভর্তির আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর


প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৬ আগস্ট ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ আক্টোবর পর্যন্ত চলবে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তবে এ বছর প্রত্যেক ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৫০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

প্রতিটি ইউনিটের ফরমের মূল্য ৪০০ থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতিরা ও রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রাথমিক কার্যত্রম শুরু হয়েছে।

আবেদন ফরমের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বিষয়টি বিবেচনা করে সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ বিস্তারিত জানা যাবে।  

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।