প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারে বাইরে পাঠানোর চেষ্টার দায়ে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে বহিষ্কার করা হয়েছে পরীক্ষার তিন হল পরিদর্শককে।

'মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক পরীক্ষার্থীর নাম রিফাত উদ্দিন। সে মির্জাপুর উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তাকে এক্সপেলও করা হয়েছে।

হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন (ইউএনও) জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে কাটিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে একটি কক্ষে দেখতে পাই এক শিক্ষার্থী তার মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। মোবাইল দিয়ে সে ইংরেজি প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রের ৬টি ছবি নিয়েছিল। জিজ্ঞাসাবাসে ওই শিক্ষার্থী জানিয়েছে, মোবাইল ফোনে প্রশ্ন পাঠিয়ে মেসেঞ্জারে সে উত্তর পাওয়ার চেষ্টা করছিল।’

ctg

তিনি আরও বলেন, ‘এ ঘটনা দেখে তাৎক্ষণিকভাবে সব শিক্ষার্থীকে তল্লাশি করে ওই কেন্দ্র থেকে আরও ৬টি মোবাইল জব্দ করা হয়। তবে ওসব মোবাইলের কোনোটাতেই ইন্টারনেট সংযোগ ছিল না। ছবিও তোলা হয়নি। শিক্ষার্থীরা বলেছে, তারা ভুল করে এসব মোবাইল কেন্দ্রে এনেছে।’

রুহুল আমিন জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন হল পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে। তারা স্থানীয় বিভিন্ন মাদরাসার শিক্ষক। প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাচারের চেষ্টার কারণে আটক পরীক্ষার্থীকে ‘এক্সপেল’ করা হয়েছে।

আবু আজাদ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।