ফেল থেকে পাস ৫২৪ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

জেএসসি ও জেডিসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলে নতুন করে ৯৫৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফেল করা ৫২৪ শিক্ষার্থীর মুখে ফুটেছে হাসি। গত বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয়।

এবার আট সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গত নভেম্বরে ওই দুই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪ ডিসেম্বর প্রকাশিত হয় ফল।

পুনঃনিরীক্ষার ফলে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ৫৪৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৮৫০ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ১৮৭ শিক্ষার্থী পাস করেছেন।

যশোর শিক্ষা বোর্ডে নতুন করে ৫৭ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ফেল করা ৫৫ পরীক্ষার্থী পাস করেছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন করে ১০৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ২৯৩ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ২৩ পরীক্ষার্থী পাস করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭৭ পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। পাস করেছেন ফেল করা ৫৯ পরীক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে নতুন করে ৩৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ৮৯ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ১৩ পরীক্ষার্থী পাস করেছেন। ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন এবং বিভিন্ন গ্রেডে ৮৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে ৭৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ৩৮৩ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ৫২ পরীক্ষার্থী পাস করেছেন।

সিলেট শিক্ষা বোর্ডে নতুন করে ৩১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ১৪০ পরীক্ষার্থীর। ফেল করা ৩৭ পরীক্ষার্থী পাস করেছেন।

জেডিসি পরীক্ষায় নতুন করে ২৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ফেল করা ৯৮ পরীক্ষার্থী পাস করেছেন। ফল পরিবর্তন হয়েছে ৫৮ শিক্ষার্থীর।

এমএইচএম/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।