ডেঙ্গুতে আক্রান্ত ঊর্মিলা


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৩ আগস্ট ২০১৫

লাক্স সুন্দরী ঊর্মিলা শ্রাবন্তি কর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ‘পাতায়ার পথে নিয়ামত’ নাটকের কাজ করতে তিনি সম্প্রতি ব্যাংককের পাতায়ায় গিয়েছিলেন।

নাটকের কাজ শেষ করে যখন ঢাকায় নামলেন তখনই শরীরে অস্বাভাবিকতা টের পাচ্ছিলেন। এর একদিন পরই শরীর কাঁপিয়ে জ্বর। সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। রক্তপরীক্ষা করে জানা গেলো, ডেঙ্গুজ্বরে আক্রান্ত তিনি।

ঊর্মিলা জানান, ‘পাতায়া থেকেই রোগের সংক্রমণটা হয়েছে। চিকিৎসকরা পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। তাই সারাদিন বিছানায় শুয়ে আছি। আপাতত শুটিং বন্ধ। তবে জ্বরের চাইতেও বেশি অসহ্য লাগছে মাথা ব্যাথা।’

সব কাজ বাদ দেওয়া গেলেও, এড়ানো যাচ্ছে না আলী ফিদা একরাম তোজোর ধারাবাহিক ‘ফ্যামিলি প্যাক’-এর কাজ। নাটকটির শেষ পর্যায়ের কাজ চলছে। ঊর্মিলা বলছেন, ‘কারও সঙ্গে তারিখ মেলানো যাচ্ছিলো না। বহুকষ্টে আগামীকাল (২৪ আগস্ট) সবাইকে পাওয়া গেছে। এখন আমি যদি না থাকি, তাহলে তোজো ভাইয়ের অনেক ক্ষতি হবে।’ অসুস্থ শরীর নিয়েই তাই ঊর্মিলাকে ওইদিন কাজ করতে হবে বলে জানালেন।

এদিকে জানালেন, দারুণ কাজ হয়েছে পাতায়াতে। শহীদুজ্জামান সেলিমকে নিয় নির্মিত ছয় পর্বের ধারবাহিকটি এবার আরো বেশি ভালো লাগবে দর্শকদের-এমনটা প্রত্যাশা সবার।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।