শারীরিক শিক্ষার বিস্তারও ধাপে ধাপে হবে : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০২:১০ পিএম, ২২ আগস্ট ২০১৫

সার্বিক শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতায় শারীরিক শিক্ষার বিস্তারও ধাপে ধাপে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির ত্রি-বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

উচ্চ মাধ্যমিক স্তরে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, এ দাবি বাস্তবায়নে তার সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে ধাপে ধাপে এ দাবি পূরণ করা হবে।

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতি আয়োজিত এ মহাসম্মেলনে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন।

সমিতির সভাপতি মো. আলী আজগর খানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সাবেক পরিচালক খায়রুল ইসলাম খানকে শারীরিক শিক্ষাবিদ সমিতি-২০১৫ সম্মাননা প্রদান করা হয়। তার হাতে শিক্ষামন্ত্রী সম্মাননা ক্রেস্ট এবং সমিতির সভাপতি সম্মাননা চেক তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও সমিতির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সারাদেশ থেকে প্রায় ১৫শ’ শারীরিক শিক্ষাবিদ এ মহাসম্মেলনে অংশ নেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।