ইউজিসি চেয়ারম্যানের কাছে উচ্চশিক্ষার দলিল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (কিউএইউ)’ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি উচ্চশিক্ষার চলমান গতি-প্রকৃতি নির্দেশনার পাশাপাশি শিক্ষায় গুণগতমান নিশ্চিত করবে। সেই দলিল বৃহস্পতিবার শিক্ষা মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের হাতে তুলে দেয়া হয়েছে।

প্রফেসর সঞ্জয় কুমার অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স ইউনিট ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়াক’ প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করে এ দলিল তৈরি করা হয়েছে।

‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়াক’ এর পরবর্তী কার্যক্রমের জন্য আনুষ্ঠানিকভাবে ইউজিসি চেয়ারম্যানের কাছে এটি হস্তান্তর করা হয়। এ সময় ইউজিসি সদস্য ও এসপিকিউএ এর ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএইচএম/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।