ইউআই র‌্যাংকিংয়ে বিশ্বে ১৫৮তম ড্যাফোডিল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং-২০১৮ অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশে শীর্ষস্থান দখল করে নিয়েছে। বিশ্বে ১৫৮তম স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্বের ৮১টি দেশের ৭১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ এই স্থান পেয়েছে।

প্রতিবছর মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ। মানদণ্ডগুলো হলো- অবকাঠামো (১৫ শতাংশ), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১ শতাংশ), আবর্জনা (১৮ শতাংশ), পানি (১০ শতাংশ), পরিবহন (১৮ শতাংশ) এবং শিক্ষা (১৮ শতাংশ)।

পরিবেশ উন্নয়নে ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার বিবেচনায় নিয়ে এ র‌্যাংকিং তৈরি করে ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া।

এ ছাড়া অতি সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০১৯ এ সম্মানজনক স্থান অর্জন করে।

র‌্যাংকিং তালিকা দেখতে ক্লিক করুন

এমএইচএম/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।