কাগতিয়া মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শতভাগ সাফল্য

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও এবতেদায়ি সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ গাউছুল আজম সিটির কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে সবুজঘেরা এলাকাজুড়ে স্থাপিত ঐতিহ্যবাহী কাগতিয়া কামিল এম. এ. মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছে।

উভয় ক্ষেত্রে পাসের হার শতভাগ। মাদরাসার এ ভালো ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই খুশি। তারা এজন্য মাদরাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া মাদরাসার শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদরাসার অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকমণ্ডলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদরাসার এ সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিমত ব্যক্ত করেন।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।