পাঁচ বছরের মধ্যে জেএসসি-জেডিসিতে সর্বনিম্ন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

এবারের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসিতে) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। শেষ পাঁচ বছরের মধ্যে এবারই জিপিএ-৫ পাওয়ার সংখ্যা এক লাখের নিচে নেমে এসেছে। আর আগের বছরের তুলনায় কমে প্রায় তিন ভাগের একভাগে দাঁড়িয়েছে।

২০১৪ সাল থেকে জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রী ৮৪ হাজার ৭২৭ জন এবং ছাত্র ৭১ হাজার ৫০৮ জন।

পরের বছর ২০১৫ সালে ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এর মধ্যে ছাত্রী ১ লাখ ১১ হাজার ৩০৩ জন এবং ছাত্র ৮৪ হাজার ৯৬০ জন। ২০১৬ সালে জিপিএ-৫ পায় ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছাত্রী ১ লাখ ৪১ হাজার ২৪৩ জন এবং ছাত্র ১ লাখ ৬ হাজার ৩৪৫ জন।

পরপর দুই বছর জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়লেও ২০১৭ সালে এসে কিছুটা কমে যায়। তারপরও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুই লাখ। বছরটিতে সারাদেশ থেকে জিপিএ-৫ পায় ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রী ১ লাখ ১০ হাজার ৭৩০ জন।

এমএএস/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।