জেএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯৭.৯৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৭ দশমিক ৯৭ শতাংশ। বিদেশের কেন্দ্রগুলোতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪১ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩০ জন। বিদেশের ৯টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।

গত বছর বিদেশ কেন্দ্র পাসের হার ছিল ৯৩ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৮৩ জন পরীক্ষার্থী।

বিদেশ কেন্দ্রে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে ৮৯ দশমিক ০৪ শতাংশ।

আরএমএম/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।