আরএমপিতে কনস্টেবল পদে ব্যাপক রদবদল


প্রকাশিত: ১১:৪০ এএম, ২১ আগস্ট ২০১৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৪০ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। দায়িত্বে অবহেলা, অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার প্রমাণ, দীর্ঘদিন এক থানায় কর্মরত থাকাসহ নানা অভিযোগে তাদের একযোগে বদলি করা হয়েছে বলে জানা গেছে। তারা সকলে নগর গোয়েন্দা পুলিশ, নগর বিশেষ শাখাসহ বেশ কয়েকটি থানায় কর্মরত ছিলেন। তবে তাদের আরএমপির বিভিন্ন শাখায় রদবদল করা হয়েছে।

শুক্রবার বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে আরএমপিতে দীর্ঘদিন ধরে কর্মরত কনস্টেবলদের বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে। তবে এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলারও অভিযোগ করছে। তবে অপরাধমূলক কাজে জড়িত থাকার কারণে বদলি এ বিষয়টি সঠিক নয়।

এদিকে, সদ্য বরখাস্তকৃত নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির ও রেজাউলকে স্বপদে বহাল না করেই বিভিন্ন অপরাধীদের ধরপাকড়ের ক্ষমতা অর্পণ করেছেন মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরএমপির এক দায়িত্বশীল কর্মকর্তা।

শাহরিয়ার অনতু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।