বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২১ আগস্ট ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের উপর ধার্যকৃত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রমিশন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট প্রত্যাহারের দাবিতে এক  মানববন্ধনে  এ কথা জানানো হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ বেতনকে বৈধতা দিতেই এ ভ্যাট আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।

সংগঠনটির সভাপতি কামরুল ইসলাম সুরুজ  বলেন,দেশে যথেষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ সৃষ্টি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা। আর সে ব্যর্থতা ঢাকতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট চাপানো হয়েছে।

সরকারের উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন ও ভর্তি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অমানবিক উচ্চ বেতনকে বৈধতা দিতেই সরকার এ ভ্যাট আরোপ করেছে।

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যেখানে প্রতিমাসে ১০০ থেকে ১৫০ টাকা বেতন দিতে হয়, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে প্রতিমাসে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা দিতে হয়। যা মধ্যবিত্ত পরিবারের জন্য কষ্টসাধ্য। হাতেগোনা কয়েকটি উচ্চবিত্ত পরিবার ছাড়া সবাইকে পরিবারের ব্যয় কমিয়ে এ বেতন পরিশোধ করতে হয়। অনেকে আবার টিউশনি ও খণ্ডকালীন চাকরি করে বেতন পরিশোধ করে। বিষয়গুলো বিবেচনা করে সরকারের উচিত ভ্যাট প্রত্যাহার করা।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাবের হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন রাসেল প্রমুখ।

আএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।