দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হলেন শরীরচর্চা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৮

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সংশ্লিষ্ট শিক্ষকরা দীর্ঘদিন মর্যাদা উন্নীতের দাবি জানিয়ে আসলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মেয়াদের শেষ সময়ে এসে সেই দাবি পূরণ হলো। যদিও শরীরচর্চা শিক্ষকরা প্রথম শ্রেণির মর্যাদার দাবিতে আদালতে মামলা করেছিলেন। আদালত তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়ার আদেশ দিয়েছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সম্মতি পাওয়ার পর শরীরচর্চার শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলো।

দেশে ৩২৭টি সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং আলিয়া মাদরাসা ছিল। সম্প্রতি তিন শতাধিক বেসরকারি কলেজ জাতীয়করণ করে সরকার। সব মিলিয়ে দেশে ৬২৫টি সরকারি কলেজ রয়েছে।

আরএমএম/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।