দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপনে ডিসিসিআইয়ের আহ্বান


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৮ আগস্ট ২০১৫

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপন করার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি হোসেন খালেদ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শ্রীলংকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত জফ ডয়েজ এর সঙ্গের মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

দুদেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে আরো সুযোগ রয়েছে উল্লেখ করে ডিসিসিআইয়ের সভাপতি বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপন এবং বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য দক্ষিণ আফ্রিকায় ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরো সহজীকরণ করার আহ্বানও জানান।

এছাড়া অবকাঠামো, কয়লা, জাহাজ নির্মাণ, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি প্রভৃতি খাতে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি।

শ্রীলংকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত জফ ডয়েজ বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে থাকলেও দুদেশের ব্যবসায়ীদের মধ্যে পারষ্পরিক যোগযোগ বৃদ্ধি করা গেলে ব্যবসা-বাণিজ্য আরো গতি লাভ করবে।

এ সময় তিনি দুদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে নিয়মিতভাবে বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচ মেকিং সেশন আয়োজনের আহ্বান জানান।
 
বাংলাদেশি উদ্যোক্তাদের দক্ষিণ আফ্রিকায় তৈরি পোষাক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে উৎপাদিত তৈরি পোষাকের প্রচুর চাহিদা রয়েছে।

এ সময় দক্ষিণ আফ্রিকার উদ্যোক্তাদের বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধ-দক্ষ শ্রমিক নেওয়ার প্রস্তাব করেন হোসেন খালেদ। এছাড়া বাংলাদেশের সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনোমি) খাতে দুদেশের উদ্যোক্তারা যৌথ বিনিয়োগ করার পরামর্শও দেন ডিসিসিআই সভাপতি।

ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো. শোয়েব চৌধুরী এবং মহাসচিব এএইচএম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।

এসআই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।