প্রাথমিকে চট্টগ্রামে অনুপস্থিত সাড়ে ৬ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম জেলায় ছয় হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। ইংরেজি পরীক্ষার মধ্যদিয়ে রোববার (১৮ নভেম্বর) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই পরীক্ষা শুরু হয়।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জাগো নিউজকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনীতে চট্টগ্রাম মহানগরের ছয় থানা ও ১৪ উপজেলা মিলে এবারের পরিক্ষার্থী সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৫৬৩ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল এক লাখ ৪১ হাজার ৭৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থী ছয় হাজার ৩৮৮ জন।

এছাড়া চট্টগ্রাম জেলায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ২৫ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী মধ্যে দুই হাজার ৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

তিনি আরও বলেন, চট্টগ্রামে মোট তিন হাজার ৬৬৬টি প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। মোট ৩৪৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আবু আজাদ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।