সরাইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫


প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৬ আগস্ট ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ছৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়া ও গড়েরপাড় এলাকার লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৯ আগস্ট সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার মোহাম্মদ আলী ও গড়েরপাড় এলাকার আসমত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এ নিয়ে রোববার বিকেলে ছৈয়দটুলা গ্রামের খেলার মাঠে উভয়পক্ষের লোকজন শালিস বৈঠকের আহ্বান করে।

শালিস বৈঠকে উভয়পক্ষের লোকজন অংশ নেন। কিন্তু বৈঠক শুরু হওয়ার পর আগের সংঘর্ষ নিয়ে একপক্ষ অপরপক্ষকে দায়ী করে। এতে বৈঠক স্থলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন বৈঠকস্থল ত্যাগ করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড টিয়ার গ্যাস ও ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।