কথা রেখেছেন স্বাস্থ্য মহাপরিচালক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

`পরীক্ষার ফলাফল গতকালই (শনিবার) তৈরি হয়ে গিয়েছিল। তারপরও সামান্যতম ত্রুটি-বিচ্যুতি যাতে না হয় সে জন্য পুনঃপরীক্ষা করে আজ ফল প্রকাশিত হলো। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধ, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফলাফল প্রকাশসহ সার্বিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমি, আমরা ভীষণ খুশি।’

রোববার দুপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জাগো নিউজকে এ সব কথা বলেন।

তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতীত অভিজ্ঞতা কাজে লাগানোর ফলে সার্বিক সাফল্য এসেছে। সবচেয়ে ভালো লেগেছে পরীক্ষার্থীরা বলেছে, এবারের ভর্তি পরীক্ষায় মানসম্পন্ন প্রশ্নপত্র হয়েছে। তাছাড়া গণমাধ্যমকর্মীরাও নেতিবাচক কোনো খবর প্রচার-প্রকাশ করেনি।'

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘আগেই চ্যালেঞ্জ করে বলেছিলাম এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই নেই। কাজের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও সহকর্মী-সহযোগীদের সহযোগিতা পেলে যেকোনো কাজ সহজেই করা যায়- সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ তার বড় উদাহরণ।’

চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দুপুরে প্রকাশিত হয়। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৬৮ পরীক্ষার্থী। অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৫০০ জনকে।

১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ ও সর্বনিম্ন ৫৭ ।

গত ৫ অক্টোবর (শুক্রবার) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৬৩ হাজার ২৬ জন।

এমইউ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।