২৬ অক্টোবর প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৬ অক্টোবর আয়োজনের চিন্তা-ভাবনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বর মাসের মধ্যে এ পরীক্ষা শেষ করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে শিক্ষক নিয়োগে আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ নিয়োগ পরীক্ষা ২৬ অক্টোবর আয়োজনের প্রস্তাবনা রয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত সভায় বিষয়গুলো চূড়ান্ত হওয়ার থাকলেও সেটি পিছিয়ে ৯ অক্টোবর বিকেল ৩টায় করা হয়েছে। সেখানে নিয়োগ সংক্রান্ত সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মনজুর কাদির বলেন, ইতোমধ্যে সারাদেশে অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে। এ কারণে চলমান শিক্ষক নিয়োগ কার্যক্রম চলতি বছর ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। এ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার সর্বোচ্চ আবেদন জমা হয়েছে। এ কারণে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে। কোন পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে সেটিও নতুন করে ভাবা হচ্ছে। আবার সারাদেশে শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে সেটিকেও মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সব বিষয় সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান অতিরিক্ত সচিব মনজুর কাদির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১-৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারাদেশ থেকে মোট ২৪ লাখ ১ হাজার ৫৯৭টি আবেদন এসেছে।

এমএইচএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।