শূন্য পদের চাহিদা দেয়ায় ফের সময় বাড়ালো এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শূন্য পদের চাহিদা অনলাইনে পাঠানোর সময় দ্বিতীয় বারের মত বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। রোববার এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রথম দফায় শূন্য পদের চাহিদা প্রদানের সময় বাড়িয়ে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছিল প্রতিষ্ঠানগুলোকে। চাহিদা অনুযায়ী তালিকা না পাওয়ায় দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো হয়েছে।

গত ২৬ আগস্ট দ্বিতীয়বারের মত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করে এনটিআরসিএ। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তালিকা ১৩ সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসিএতে পাঠাতে বলা হয়েছিল।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে শূন্য আসনের তালিকা পাঠানো হচ্ছে না। এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিয়োগ দেয়ার বিষয়ে সম্মতি না থাকায় স্কুল-কলেজ এমন কী মাদরাসায় চাহিদা অনুযায়ী শিক্ষক শূন্য তালিকা দেয়া হচ্ছে না। এনটিআরসিএ’ও এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে বিলম্ব হচ্ছে বলে নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

ফের সময় বাড়ালো এনটিআরসিএ

এমএইচএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।