সরকারিকরণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে ৫ অক্টোবর ঢাকায় শিক্ষক-কর্মচারী প্রতিনিধি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে মাধ্যমিক পর্যায়ের জাতীয়করণ লিয়াজোঁ কমিটি।

ধানমন্ডির নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং ২ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন শিক্ষকরা।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ে জাতীয়করণ লিয়াজোঁ কমিটির সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়।

লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় বিভিন্ন জেলার প্রতিনিধিদের সভায় উপস্থিতি ছিলেন।

লিয়াজোঁ কমিটির উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, লিয়াজোঁ কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন জেলা উপজেলার পক্ষে বক্তব্য দেন মো. নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন, শেখ মোহাম্মদ, রতন কুমার দেবনাথ, মো. হাফিজুর রহমান, আমানউল্লাহ আমান, মো. রেজাউল করিম, মো. শাহবুদ্দিন, এম. এ কাইয়ুম, মো. হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কাজী সফিকুল ইসলাম, মো. আহাদুল ইসলাম প্রমুখ।

এমএইচএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।