দাবি আদায়ে প্রধানমন্ত্রীকে শিক্ষকদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও বকেয়াসহ বৈশাখী ভাতার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।

বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে শিক্ষকদের বেতন বৈষম্য ও বঞ্চনার কথা এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষক সমাজের ন্যায্য দাবি ২০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ থেকে মন্ত্রণালয় ও শিক্ষা ভবন ঘেরাও করা হবে। অবিলম্বে শিক্ষক সমাজের প্রত্যাশিত দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর আশু হন্তক্ষেপ কামনা করেন তিনি।

এমএইচএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।