রাজশাহীতে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ শুরু


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১০ আগস্ট ২০১৫

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন সোমবার (১০ আগস্ট) থেকে শুরু হয়েছে। রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ১৬ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে রাজশাহী বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে `ফি` বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইয়েডেন্টিফিকেশন নম্বর- PIN) দেয়া হবে। সম্মতি জানিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে ফের এসএমএস পাঠাতে হবে।

তিনি আরো বলেন, প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুইটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) আছে সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুইটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে `কমা` দিয়ে লিখতে হবে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।