যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ কমেছে


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৯ আগস্ট ২০১৫

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার যশোর বোর্ডে ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৬.৪৫ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯২৭ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৫৮ ভাগ। আর ২০১৩ সালে এ হার ছিল ৬৭ দশমিক ৪৯। গত চার বছর ধরেই যশোর বোর্ডে পাসের হার নিম্নমুখী। আর পাসের হারের মতই জিপিএ-৫ প্রাপ্তিতেও ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

এদিকে, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯২৭ জন। গত বছর যশোর বোর্ডে এ সংখ্যা ছিল ৪ হাজার ২৩১ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৪ হাজার ৭৪০। রোববার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।